শুক্রবার, ৩১ মে, ২০১৩

hardwere problem আজ আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কিভাবে হার্ডওয়্যারের সমস্যা গুলো নিজেই সনাক্ত / যাচাই করতে পারবেন...।


প্রথমঃ- যদি দেখেন আপনার কম্পিউটারের ডেক্সটপ মনিটরে / এলসিডি মনিটরে আলো না আসে বা কম্পিউটারে লেড লাইট জ্বলে নিভে তাহলে

মনে করবেন আপনার মনিটরে ক্যাবল কানেকশনে কোন সমস্যা বা লুজ
হয়েছে...।।তখন আপনি কানেকশন ভালোভাবে লাগিয়ে দিন  বা চেক করুন......তাতেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে ১০০% গ্যারান্টি আপনার ভিডিওকার্ডে সমস্যা...।

মনিটর

লেড লাইট










ক্যাবল                      









 
দ্বিতীয়ঃ- আপনার কম্পিউটার যখন অন করার জন্য পাওয়ার সুইচ চাপ দেবেন তখন যদি তিনটি ছোট ছোট ছোট বিপ শুনতে পান তাহলে ৯০% মনে করতে হবে আপনার গ্রাফিক্স কার্ডে সমস্যা......।আপনার কম্পিউটারের গ্রাফিক্স কার্ড খুলে অন্য কম্পিউটার লাগিয়ে দেখুন গ্রাফিক্স কার্ডে সমস্যা কিনা...।
গ্রাফিক্স কার্ড


 
 
 
 
 
 
 
 
 
 
ত্বিতীয়ঃ- মনিটর দেখতে যদি অস্পট মনে হয় বা প্যাটার্ন দেখা যায় অথবা চালু করতে গেলে মনিটর কাপতে থাকে............বা চালু হয় না... তাহলে মনে করতে হবে আপনার গ্রাফিক্স ড্রাইভার পুরাতন বা ডিরেক্ট-এক্স পুরাতন  তখন আপনাকে ড্রাইভার গুলো আপডেট দিতে হবে
চতুর্থঃ- মাঝে মাঝে যদি কম্পিউটার রিস্টার্ট নেয় তাহলে বুঝবেন কম্পিউটার প্রচেসর সমস্যা বা কুলিং ফ্যান সমস্যা ......।।



প্রচেসর গরম হলে কম্পিউটার অফ হয়ে যায়
 
কুলিং ফ্যান
 
 
 
 
 
 
 
 
 
 
 
প্রচেসর   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

পঞ্চমঃ- উইন্ডোজ চালু হবার সময় যদি মনিটর ঝাপসা হয় তাহলে বুঝবেন মনিটর রিফ্রেশ ঠিক নেই......তখন আপনি সেফ মুডে কম্পিউটার অন করবেন...এবং ডিসপ্লে প্রপারটিছ গিয়ে রিফ্রেশ রেট থিক করুন......

কম্পিউটার সবসময় পাতলা রাখতে চেষ্টা করবেন ......।।দেখবেন কম্পিউটার অনেক দিন চলবে...।
 
সাগর
 

কোন মন্তব্য নেই: