বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩

শ্যাম্পু করার পর চুল চকচকে করার উপায


শ্যাম্পু করার পর চুল চকচকে করার উপায়ঃ
১ঃ শ্যাম্পু করার আগের দিন রাতে চুলে ভালো ভাবে তেল লাগান।
তার পর দিন শ্যাম্পু করলে চুল নরম মোলায়েম ও চকচকে দেখায়।
২ঃ শ্যাম্পু করার পর এক মগ পানিতে একটি লেবুর রস
মিশিয়ে নিন।সেই মিশ্রনটি দিয়ে চুল ধুয়ে নিন।শুকিয়ে গেলে চুল
চকচকে হবে।

৩ঃ চা পাতা ফুটিয়ে কড়া লিকার করে ঠান্ডা করে শ্যাম্পু করার
পর চুলে ব্যাবহার করুন।চুল ঝরঝরে ও চকচকে হবে।
৪ঃ এক মগ পানিতে ২/৩ চামচ ভিনিগার মিশিয়ে,শ্যাম্পু করার পর
সেই মিশ্রনটি দিয়ে চুল ধুলে চুল দারুন ভাবে চকচকে হয়।
৫ঃ মেথি ভেজানো পানিতে শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন।
অবশ্যমেথি আগের রাতে ভিজিয়ে রাখুন।
৬ঃ শ্যাম্পু করার পর লেটুস পাতা ফোটানো পানি দিয়ে চুল
ধুয়ে নিন।
৭ঃ কাঁচা দুধে চিরুনি ভিজিয়ে চুল আঁচড়ান।এতে চুল মসৃন ও উজ্জল
হয

কোন মন্তব্য নেই: