সোমবার, ৩ জুন, ২০১৩

চীনে কারখানায় আগুন, নিহত ১১৯ news china


চীনের কর্মকর্তারা বলছেন সে দেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি মুরগীর মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকান্ডে অন্তত ১১৯ জন শ্রমিক নিহত হয়েছে। আগুনে আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া বলছে, এই আগুনের সূত্রপাত সোমবার সকালে। এসময় বেশ কয়েকটি বিস্ফোরণেরও শব্দ পাওয়া যায়।
খবর বলা হচ্ছে,
কসাইখানাটিতে আগুন নিভিয়ে ফেলার পর এখন ভেতর থেকে মৃতদেহ বের করে আনা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করা জানা যায়নি। কিন্তু স্থানীয় দমকল বহিনীর সূত্রগুলো বলছে, কারখানাটির ভেতরে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে থাকতে পারে, যার ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আবার কোনো কোনো সূত্র থেকে বৈদ্যুতিক দুর্ঘটনার কথাও বলা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সময় ভেতরে কতো লোক কাজ করছিলো সেটাও জানা যায়নি। জানা যাচ্ছে না, কতোজন নিখোঁজ।
তবে সরকারের একজন কর্মকর্তা, যিনি নাম বলতে চাননি, তিনি বলছেন যে নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে।
একজন শ্রমিক রাষ্ট্রীয় টেলিভিশনকে বলছেন, আগুন লাগার সাথে সাথে কারখানাটির ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকরা তখন বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে দৌড়াদৌড়ি শুরু করে।
রাজধানী বেইজিং থেকে ৫০০ মাইল দূরে এই কারাখানাটিতে ১২০০র মতো শ্রমিক কাজ করতো বলে জানা গেছে।
প্রতিবছর এখান থেকে ৬৭০০০ টন মুরগির মাংস প্রক্রিয়াজাত করার পর বাজারে ছাড়া হতো।
শাংহাই থেকে বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, চীনে কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে আগেও বহু প্রশ্ন উঠেছে। এবং প্রায়শই বড়ো বড়ো কারখানা ও খনিতে এধরনের দুর্ঘটনা ঘটে।
আর এজন্যে দুর্নীতি, ঝুঁকিপূর্ণ ভবন ও নিরাপদ ভবন সংক্রান্ত বিধিমালার দুর্বল প্রয়োগকেই দায়ী করা হয়ে থাকে।

কোন মন্তব্য নেই: