বুধবার, ২৪ জুলাই, ২০১৩

বাংলাদেশে ফ্রী কল করার কিছু টিপস

বাংলাদেশে ফ্রী কল।
সম্ভব।
ফ্রী কল করার জন্য ক্লিক  হতে তাদের ডায়ালার ডাউনলোড করুন।ডায়ালার টি সেটআপ
করে একটি একাউন্ট তৈরি নিন।এবার টেস্ট কল হিসাবে বাংলাদেশের যে কোন একটি টি এন্ড টি নম্বার ডায়াল করুন। ডায়াল করুন এই ভাবে ৮৮০৩১৬৮XXXX। প্রথমে control panel এ আসনু , add-remove হতে lowratevoip কে আনইন্সটল করে নিন। এবার এই লিংক =>ক্লিক হতে রেজক্লিনার সফটি ডাউনলোড করে সেটআপ করুন এবং তা রান করুন
[ এটি ভিস্তায় রান হয় না]এবার আনইন্সটল ইনফরমেন হতে লো-রেইট ভি.ও.আই.পি ইনফরমেশন রেজিঃ এন্ট্রিটি খুজুন এবং তা সিলেক্ট করে মুছে ফেলুন। এখন নতুন করে আবার লো রেইট ডায়ালারটি সেট করে, নতুন একটি একাউন্ট তৈরি করে নিন এবং পুনরায় ফ্রী কল করুন। আপনি যদি তাদের
সাইটে হতে ক্রেডিট ক্রয় করেন তাহলে , এই ক্রেডিট ব্যবহার করে ৩০ দিনের মধ্যে মোট ৩০০ মিনিট
ফ্রী কল করতে পারবেন। ফ্রী দিনগুলোর মধ্যে আপনি টি এন্ড টির ল্যান্ড লাইনে কল করলে কোন ক্রেডিট
কাটবে না। তবে মোবাইলে কল করলে ০.০৭০ করে ক্রেডিট কাটতে থাকবে। এই ফ্রী টাইমের মধ্যে আপনি চাইলে মোবাইলেও ফ্রী কল করতে পারেন। ধরে নিন আপনি যাকে কল করছেন তার নম্বারটি হল
০১৭৪৩XXXXXX। সাধারন  নিয়মে কল করতে চাইলে তা ডায়াল করতে হয় ৮৮০১৭৪৩XXXXXX। কিন্তু আপনি যদি ফ্রীতে কল করতে চান তাহলে ৮৮০ এর পর অতিরিক্ত আরেকটি ০ ব্যবহার করুন। অর্থাৎ ডায়াল করুন ৮৮০০১৭১৬XXXXXX। তাছাড়াও ফ্রী টাইম শেষ হয়ে গেলেও আপনি উলেখিত
পদ্ধতিতে ক্রেডিট কাটবে ০.০৩ করে। বিনা ক্রেডিট এ ফ্রী।

কোন মন্তব্য নেই: