বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

দুই মিনিটে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে

এই পোস্ট টা অত্তান্ত জরুরি। আমরা অনেক সময় দেখি মোবাইল ফোনে  চার্জ নেই। কিন্তু চার্জ দেওয়ার সময় নেই। হয়তোবা কোথাও যেতে হবে ।অথবা রাস্তায় বেরোনোর পর ফোনে চার্জ ফুরিয়ে গেলো।তখন আপনি কি করবেন । উপায় একটা আছে ।যদি আপনার ফোনের চার্জার থাকে ।তাহলে দেখুন
আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের গুরুত্ত অপরিসীম। কিন্তু অনেক সময় আমাদের ফোনে চার্জ থাকে না, কিন্তু এই মুহুর্তে ফোনে চার্জ থাকা খুবই জরুরী.... তবে চিন্তা কেনো, এইবার * দুই মিনিটে ব্যাটারি ফুল। কথা না বলে  শুরু করলাম

এই Tips টি শুধুমাএ নোকিয়া মিডিয়া ফোনের হ্মেত্রে প্রযোজ্য:

(১) প্রথমতো আপনার ফোনটি চার্জে বসান।
(২) দুই থেকে তিন মিনিট চার্জ হতে দিন।
(৩) এবার আপনার নোকিয়া ফোনের ক্যামেরা ওন করুন।
(৪) এইবার আপনার ফোন থেকে চার্জার খুলে ফেলুন এবং দেখুন আপনার ফোনের ব্যাটারি ফুল হয়ে গেছে, তাহলে আনন্দের সাথে উপভোগ করুন ফুল চার্জ
 সতর্কতা ঃ টিপস টা ব্যাবহার না করাই ভালো।

কোন মন্তব্য নেই: