বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

IDM দিয়ে ডাউনলোড গতি বাড়িয়ে নিন । (FullSpeed)

আমরা সবাই প্রায়
পিসিতে ফাইল ডাউনলোডের
জন্য IDM ব্যবহার করি ।
এটি ব্যবহার করে দ্রুত ফাইল
নামানো যায় । তবে IDM এর
সেটিংসের কনফিগারেশন ঠিকঠাক
ভাবে করতে পারলে এর
ডাউনলোড গতি আরোও
বাড়ানো সম্ভব


কথা না বাড়িয়ে ঝটপট
কাজটি করে ফেলুন

IDM সফটওয়্যারটি সংগ্রহ
করে Install করুন । এবার
সফটওয়্যারটি চালু
করে Download মেনু
থেকে Option-এ ক্লিক
করে খুলুন । এবার Connection ট্যাব সিলেক্ট
করে Connection Type/Speed
এর বক্সে Other নির্বাচন
করে পাশের ঘরে 100000 লিখুন
। Default max.conn.number
এর বক্সে 16 নির্বাচন করে OK করুন ।
এবার Start menu থেকে Run
সিলেক্ট করে এখানে regedit
লিখে ENTER চাপুন । এবার
HKEY_CURRENT_USER
থেকে Sofware থেকে Download Manager
খুঁজে নিন । এখানে Connection
Speed-এ দুবার ক্লিক করে খুলুন
। Value data বক্সে 10000000
লিখে Base-এ Decimal সিলেক্ট
করে OK চাপুন । এখন যেকোন ডাউনলোড স্পীড
দেখবেন অনেক দ্রুত হবে ।

কোন মন্তব্য নেই: