বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

♠গুগলে সার্চ করার কয়েকটি টিপস

আমাদের প্রায়ই পড়াশুনা এবং কাজের জন্য গুগল সার্চ করে প্রয়োজনীয় ছবি,পিডিএফ,ভিডিও,
স্টক ভেক্টর, সফটওয়্যার এসব খুজতে হয় কিন্তুদেখা যায় প্রায়ই আমরা মনেরমত লিঙ্কটি খুজে পাইনা ।
তাই আমি আপনাদেরকে গুগলে সার্চ দেয়ার কয়েকটি টিপস দিচ্ছি । ১) ধরুন আপনি জানতে চান how to
disable timeline application, সেক্ষেত্রে আপনি গুগল সার্চ বক্সেলিখুন ঠিক এভাবে disable+timeline +application এভাবে লিখে সার্চদিন। এভাবে How to টাইপ জিনিসেরভালো লিঙ্ক পেয়ে যাবেন দ্রুত।

২) প্রায়ই দেখা যায় আমরা কোন বিশেষ সফটওয়্যার বা গান একটি নির্দিষ্ট ওয়েবসাইটেই খুজতে চাই, যেমন ধরুন Kolaveri Di গানটি আপনি mediafire থেকে ডাউনলোড করতে চানতাহলে সার্চ বক্সে লিখুন এভাবে kolaveri di +site:mediafire.com বুঝতেই পারছেন এইভাবে মিডিয়াফায়ার এর গুষ্টি উদ্ধারকরা যাবে ৩) যদি আপনি কোন সফটওয়্যার বা গান বা মুভির শুধুমাত্র ডাউনলোড লিঙ্ক চান তাহলে সার্চ করুন এভাবে, ধরুন আপনি এডোবি ফটোশপএর লিঙ্ক খুজছেন তাহলে সার্চ বক্সে লিখুন এভাবে-
adobe photoshop +inurl:download এভাবে আপনি ডাউনলোড লিঙ্কস এর লিস্ট পাবেন ৪) সবশেষে খুব কাজের একটি ট্রিক্স অনেক সময় দেখা যায় আমাদের নির্দিষ্ট কোন ফরম্যাট এর ফাইল দরকার হয় যেমন pdf,eps,jpeg,exe তখন এভাবে সার্চ করুন যেমন ধরুন আমার সি++ প্রোগ্রামিং এর পিডিএফ দরকার তাহলে সার্চে লিখব এভাবে c++: PDF দেখুন ম্যাজিক!!! এভাবে যে কোন ফরম্যাট এ যে কোন ধরনের ফাইল ট্রাইকরুন ।

কোন মন্তব্য নেই: