রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

আপনার পিসিতে আনুন হেব্বি স্পিড

আমাদের অনেকের পিসি কাজ করতে করতে স্লো হয়ে জায়। আমরা বুঝিনা কেন এমন হয় , আমরা তখন কোন সফটওয়ারের সরনাপণ্য হয়।কিন্তু অনেক সময় সফটওয়ারও ভালো কাজ করে না বা আমরা অনেকে ভালো কোন সফটওয়ার খুঝে পাই না।ফলে আমরা হতাস হয়ে উইন্ডোজ পরিবর্তন করি। বন্ধুরা আর এসব ঝামেলা করতে হবে না। আজ আমি আপনাদের ছোট্ট একটি টিপস শেখাব (অনেকেই হয়তো জানেন) যেটি আপনার পিসি তে নিয়ে আসবে হেব্বি স্পিড। আসুন শুরু করা যাক

স্টার্ট মেনু থেকে নোট প্যাড ওপেন করুন
নিচের লেখা গুলো টাইপ করুন বা কপি পেস্ট করুন।
cd\ECHO DELETE ALL TEMP FILES
C:
CD%TEMP%
RMDIR/S/Q %TEMP%
CD C:\WINDOWS\TEMP
RMDIR/S/Q C:\WINDOWS\TEMP
CD C:\WINDOWS\prefetch
RMDIR/S/Q/C:\WINDOWS\prefetch
CD%TEMP%
CD..
CD..
CD Recent
Dei/s/q**
এবার ফাইল টি কে speed.bat নামে সেভ করুন।
স্পিড ফাইল টি আপনার ডেক্সটপে রাখুন।
স্পিডের উপর ডাবল ক্লিক করলে আপনার পিসি টি রিফ্রেশ হবে ও আপনার পিসির গতি বাড়বে।
আরও ভালো ফলাফল পেতে আপনার রান মেনু থেকে ‘%temp%’,'prefetch’,'recent’ ফাইল গুলো ডিলেট করুন ও কয়েক বার ‘tree’ দিয়ে রিফ্রেশ করুন।

কোন মন্তব্য নেই: