শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

নতুন ভাবে ফ্রীতে GrameenPhone সিম দিয়ে, পিসিতে আনলিমিটেড Download ও ব্রাউজিং করুন (ফেসবুক,গুগল সহ) [26.10.2013]

আস্সালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । কারন পিসি ও ফোনে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালাচ্ছেন । আমার আগের পোস্ট টিতে দেখলাম সবার অনেক ঝামেলা হয়েছে । ফেসবুক , গুগল চলে না। এটা কোন কথা ? আজ সবকিছুর পরিপূর্ণ সমাধান দিব ।

জিপিতে আনলিমিটেড ফ্রী নেট চালাতে আপনাকে পিসি
সুইট অথবা মডেম সেটআপ করে নিতে হবে। আমি নিচে সম্পূর্ণ নিয়ম দিয়ে দিলাম । শুধু ঠিকঠাক সেটআপ করে ফেলুন ।নোকিয়া পিসি সুইট সেটআপ:
নোকিয়া পিসি সুইট সেটআপ দেবার জন্য আপনাকে অবশ্যই ফোনের ডিফল্ট কনফিগারেশন হিসেবে GP-MMS সিলেক্ট করা থাকতে হবে । ১। আপনার নোকিয়া ফোনকে ডাটা কেবল দিয়ে পিসির সাথে কানেক্ট করে নিয়ে পিসিতে নোকিয়া পিসি সুইট ওপেন করুন। নিচের মত আসবে । এখানে নোকিয়া ২৭০০ ব্যবহার করা হয়েছে ।

২। এরপর নিচের স্ক্রিন - শটের মত নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে (স্ক্রু ড্রাইভার আইকন) ক্লিক করুন -

৩। নিচের মত Select Network Operator অপশন থেকে Configure the Connection Manually অপশনে ক্লিক দিয়ে নেক্সট বক্সে ক্লিক করুন -

৪। এখানে ফাকা বক্সে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন -

৫। এরপর কানেক্ট দিন। প্রথমবার কানেক্ট হতে একটু বেশি সময় নেবে। পরেরবার থেকে কম সময় লাগবে ।নোকিয়া পিসি সুইট ব্যবহারকারিদের কাজ শেষ । এরপর সরাসরি মোজিলা ফায়ারফক্স স্টেপস টিতে চলে যান - - -গ্রামীণফোন মোডেম সেটআপ: ১। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন করে এটির টুলস ==> অপশন এ যান -

২। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান -

৩। এরপর নিচের মতো করে সেটআপ করুন । সেটআপ করতে নিচের স্ক্রিন - শটে অনুসরণ করুন:
Config File Name = Masud Free Net
Dial Number = *99#
Apn = gpmms


৪। আর কিছু করা লাগবে না। এরপর ওকে বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। এরপর মেইন মেনু থেকে Masud Free Net সিলেক্ট করে কানেন্ট দিন । প্রথমবার কানেক্ট হতে একটু বেশি সময় নেবে।


তবে জিপি মামা আর শান্তি মতো নেট ব্যবহার করতে দিল না!!! গ্রামীণফোন এখন এমএমএস নেটওর্য়াক কে ৩ মিনিট লিমিট করে দিয়েছে। মানে প্রায় ৩ মিনিট পর পর নেট অটো ডিসকানেন্ট হয়ে যাবে!! গ্রামীণফোন ভেবেছে যে একটি এমএমএস পাঠাতে ৩ মিনিট এর বেশি সময় লাগে না!! তবে এরও সমাধান আছে ।আপনাকে এখন একটি রি - কানেক্টর সফটওয়্যার লাগবে । যদি না থাকে কমেন্ট করবেন।
এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি সফটওয়্যারটি ডাউনলোড করে ,আনজিপ করুন । এরপর ReConnect আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন। তারপর Settings ওপেন করে স্ক্রিন - শটে দেখানো নিয়মে রি - কানেক্টর সফটওয়্যারটি সেটআপ করে ফেলুন । আপনি যেই নতুন কনফিগারেশনটা তৈরি করেছেন সেটা ReConnect কে চিনিয়ে দিন ।

image

এবার Connect লেখাতে ক্লিক করুন কানেক্ট হয়ে যাবে । System Tray তে ReConnect কানেক্ট থাকা অবস্থায় নীল এবং ডিস-কানেক্ট থাকা অবস্থায় লাল দেখাবে ।
Image

কাজ শেষ । এবার আসবো আসল যায়গায় । আজ এমন একটা সফট শেয়ার করবো যেটার সাহায্যে আপনি সহযেই ফ্রী নেট চালাতে পারবেন । নিচের লিঙ্ক থেকে সফট টি ডাউনলোড করুন ।
TG-HTTP.exe

নিচের লিঙ্ক থেকে কনফিগ ফাইলটি ডাউনলোড করুন ।

GP-Free-TG.cfg


TG HTTP সেটআপ ফাইলটা ওপেন করে সেটআপ দিন । তারপর ওপেন করে File থেকে Load config File এ ক্লিক করুন । এবার পূর্বে ডাউনলোডকৃত config File টি সিলেক্ট করুন । স্ক্রিনশট দেখুন -


ব্যস , হয়ে গেল ।
তবে অনেকেরই ডাইরেক্ট কনফিগ ফাইল লোড না হতে পারে , তারা নিচের মত ম্যানুয়াল কনফিগ করে নিন ।

স্টেপ-১
১. Server এ ক্লিক করুন ।
২. Use front query , use host এ টিক দিন ।
৩. Use proxy তে টিক দিন । proxy 10.128.1.2 এবং port 8080 ।
৪. listen port দিন 8080




স্টেপ-২
১. Query এ ক্লিক করুন ।
২. front query তে দিন
10.102.61.249:8002 @
(8002 এর পর একটা স্পেস দিয়ে @]




স্টেপ-৩
১. HTTP header এ ক্লিক করুন ।
২. এখানে লিখুন -

Header name- User-Agent
Replacement text – By_Alea/5.0
Header name – Server
Replacement text – Localhost
Header name – Host
Replacement text – 10.128.1.2




স্টেপ-৪
১. Replacer এ ক্লিক করুন ।
২. এখানে লিখুন -
Replace string - HTTP/1.1

To string - HTTP/1.0




এবার file থেকে save default setting এ ক্লিক করুন ।

এবার নিচের ছবির মত Start এ ক্লিক করুন । মিনিমাইজ করে রাখুন ।

TG HTTP সেটিং শেষ ।

এবার আপনি যে ব্রাউজার ব্যবহার করতে চান তাতে proxy – port সেট করতে হবে । আমি এখানে Mozilla Firefox এ দেখালাম ।

Tools-
Options-
Advanced-
Network-
Manual proxy configuration

থেকে HTTP proxy দিন -
127.0.0.1
এবং port দিন
8080

Use this proxy server for all protocols এ ক্লিক করুন
ok ক্লিক করুন ।
আপনার ব্রাউজার এখন ফ্রি নেট ব্যবহার করার উপযোগী ।



ডাউনলোড করার জন্য IDM ( Internet Download Manager ) ব্যবহার করুন ।

IDM এ Downloads - Options - Proxy থেকে Use HTTP Proxy তে টিক দিন ।
127.0.0.1
এবং port দিন
8080
ok ক্লিক করুন ।


আপনার IDM এখন ফ্রি ডাউনলোড করার উপযোগী । ডাউনলোডের স্পিড দেখুন -

 ফেসবুক ব্যবহারের জন্য প্রথমে ০.facebook.com এ ঢুকে লগইন করুন
। আর এর পর থেকে address লিখুন – http://www.facebook.com/ অবশ্যই
https দিবেন না ।(wordpress সাইটে পোস্ট লিখতে সমস্যা হলে Header থেকে User-Agent টিক তুলে দিন)জিমেইল ব্যাবহার https ছাড়া জিমেইল ব্যাবহার করতে আপনি Google Chrome এর
পরিবর্তে Firefox ব্রাউজার ব্যাবহার করতে হবে। এজন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট এ ঢুকে ডানে কোণে gear চিহ্ন টিতে ক্লিক করতে হবে ওখান থেকে setting > General tab আসবে । এখানে উপর থেকে নিচে ৫ নাম্বার সারিতে Browser connection: Don\'t always use https এ টিক চিহ্ন দিয়ে Save Changes দিন । এখনhttps://mail.google.com এর  পরিবর্তেhttps://mail.google.com
ব্যাবহার করতে পারবেন এখন থেকে নেট ব্যবহার করতে চাইলে প্রথমে gpmms দ্বারা মডেম কানেক্ট করুন , এরপর TG HTTP ওপেন করে start এ ক্লিক করে মিনিমাইজ করে রাখুন । নোটঃ পোস্টা কপি করে অথবা শেয়ার করে সবাইকে সুযোগ দিন ।

কোন মন্তব্য নেই: