মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

একই PC থেকে একসাথে একাধিক skype/google talk এ লগইন করুন

 আমাদের অনেকেরই একাধিক skype বা google talk অ্যাকাউন্ট আছে এবং সেগুলো মাঝে মাঝে একই সাথে অনলাইনে থাকতে হয় কিন্তু আমারা তা অনেকেই পারি না। বিশেষ করে যারা অনলাইন জব বা ফ্রিলেন্সারিং করেন তারা এ সমস্যায় বেশি পরেন ।
যে ভাবে করবেনঃ আপনার PC তে desktop এ Right Click > New > Shortcut এ ক্লিক করুন, নতুন একটা window আসবে, এখানে খালি বক্সের ভিতরে

Skype এর জন্য “C:\Program Files\Skype\Phone\Skype.exe” /secondary (৩২ বিট) অথবা “C:\Program Files (x86)\Skype\Phone\Skype.exe” /secondary (৬৪ বিট) লিখে Naxt > Finish
Google Talk এর জন্য “c:\program files\google\google talk\googletalk.exe” /nomutex (৩২ বিট) অথবা “C:\Program Files\Skype\Phone\Skype.exe” /nomutex (৬৪ বিট) লিখে Naxt > Finish
এখন দেখেন আপনার desktop এ নতুন একটা shortcut হয়েছে, এখান থেকে একাধিক অ্যাকাউন্টে লগইন করুন । ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই: